Rupashree Scheme: বিয়ের জন্য এবার পাবেন নগদ ২৫০০০ টাকা। দেখুন কিভাবে পাবেন! 2024

Published On:

বিয়ে মানেই খরচ সে ছেলে পক্ষ হোক বা মেয়ে পক্ষ। টাকা সবারই যায়। খাওয়া দাওয়া থেকে শুরু করে আরও কতো কিছু। তবে মেয়ে পক্ষের খরচ একটু বেশি। বিয়ের অনুষ্ঠানে টাকা পয়সা খুবই প্রয়োজন। আর গত কয়েক বছর ধরেই এবার সেই খরচ কিছুটা হলেও মিটিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। ২০১৮ সালে ১লা এপ্রিল চালু করা হয়েছিল রুপশ্রী প্রকল্প।আর এই প্রকল্পের মাধ্যমেই মিলে আসছে আর্থিক সহায়তা। Rupashree Scheme

অবিবাহিত মেয়েদের প্রথমবার বিয়ের জন্য মেলে আর্থিক সহযোগিতা রুপশ্রী প্রকল্প এর মাধ্যমে। এককালীন ২৫০০০ টাকা দিয়ে থাকে সরকার। তবে এই অনুদান পাওয়ার অবশ্যই কিছু শর্ত আছে। যা না মানলে পাবেন না এই অনুদান। Rupashree Scheme

রুপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি কি মানতে হবে? Rupashree Scheme

মেয়ের বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।

অবিবাহিত মেয়ের প্রথম বিয়ের জন্যই মিলবে আর্থিক সহায়তা।

পাত্রের বয়স ২১ বছর বা তার বেশি হতে হবে।

আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত ৫ বছর বাংলায় বসবাস করতে হবে, অথবা তার বাবা-মাকে এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য। এবং আবেদনকারীর পারিবারিক আয় ১.৫লাখ টাকার বেশি হওয়া যাবে না।

আরও দেখুন স্কুল পড়ুয়াদের জন্য এবার ফ্রি ইন্টারনেট

রুপশ্রী প্রকল্পে আবেদন করতে কি কি লাগবে? Rupashree Scheme

পারিবারিক আয়ের প্রমাণপত্র

আবেদনকারীর বয়সের প্রমাণপত্র (জন্মের শংসাপত্র বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা সমতুল নথি), পাত্রের বয়সের প্রমাণপত্র থাকতে হবে।

আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে স্বঘোষণা পত্র।

আবেদনকারীর পাশপোর্ট সাইজ ছবি পাত্রের রঙিন পাশপোর্ট সাইজ ফটো।

প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র।

আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে স্বঘোষণা পত্র লাগবে।

ব্যাঙ্ক পাশবইয়ের কপি

এই সমস্ত শর্ত ঠিকঠাক মানলে কাগজপত্র নিয়ে পৌঁছে জেতে হবে স্থানীয় বিডিও (BDO) / এসডিও (SDO) অথবা পুর কমিশনারের অফিসে। সেখানেই আবেদনপত্র জমা করতে হবে। বিয়ের ১/২ মাস আগে এই আবেদন করা যাবে। টাকা মিলবে বিয়ের তারিখের কমপক্ষে চার / পাঁচদিন আগে।

Join Our Group

Join Telegram