SBI Job Recruitment: আবারও খুশির খবর পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য। কারণ স্টেট ব্যাংক অব ইন্ডিয়া তে শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সমস্ত তথ্য দেখতে পাবেন এই প্রতিবেদনে। SBI Job Recruitment 2024
SBI স্টেট ব্যাংক অব ইন্ডিয়া তে কর্মী নিয়োগ। SBI Job Recruitment 2024
কোন পদে নিয়োগ করা হবে?
ম্যানেজেরিয়াল পদে কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট),ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট),ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ্যাপ্লিকেশন সিকিউরিটি) পদে। SBI Job Recruitment 2024
আবেদনের বয়সসীমা?
বিভিন্ন পদ অনুযায়ী বয়সের ভিন্ন উর্ধসীমা রয়েছে। যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এর জন্য 30 বছর, ডেপুটি ম্যানেজার এর পদের জন্য 35 বছর, ম্যানেজার এর পদের জন্য 38 বছর এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এর জন্য 42 বছর। SBI Job 2024
বেতন কত দেওয়া হবে?
এই পদে কর্মরত কর্মীদের 36,000-63,840 টাকা থেকে 89,890-1,00,350 টাকা বেতন দেওয়া হবে। অফিসিয়াল নোটিশ দেখুন।
মোট শূন্য পদের সংখ্যা?
মোট শূন্য পদের সংখ্যা 80টি।
আবেদন করার পদ্ধতি?
আবেদন করতে হবে অনলাইনে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ প্রক্রিয়া?
শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে এই উক্ত পদগুলিতে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা?
প্রত্যেক পদের জন্য রয়েছে আলাদা যোগ্যতা, দক্ষতা এবং পেশাগত মাপকাঠি। আগ্ৰহী চাকরিপ্রার্থীরা বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশ দেখুন।
আরও পড়ুন,নিয়োগ চলছে গ্ৰাম পঞ্চায়েতে। দেখুন কীভাবে আবেদন করতে হবে।
Disclaimer: আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়।