আগে এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে হলে ছাত্রছাত্রীদের 75 শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক ছিল।
কমে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদনের নম্বর সীমা। কত শতাংশ কমল দেখুন
বর্তমান সময়ে আমাদের রাজ্যে শিক্ষার হার বেড়েছে অনেক হারে।আর ক্রমশ তার ঊর্ধ্বগামী।তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়েই ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ও স্কলারশিপ এর দ্বারা সহযোগিতা করে থাকে। উচ্চশিক্ষার জন্য রয়েছে Student Credit card, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি ছাত্রছাত্রীদের জন্য রয়ে বেশ কিছু স্কলারশিপ যেমন ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স প্রভৃতি।
আগে অনেক ছাত্র ছাত্রীই স্কলারশিপ এর সাহায্য থেকে বঞ্চিত হয়ে যেত। কিন্তু রাজ্যে তৃণমূল সরকার আসার পর পর থেকেই যেন বিভিন্ন প্রকল্পের বন্যা শুরু হয়েছে। আর সেই প্রকল্পের মধ্যে থেকে সাহায্য পাননি এমন কি কেউ আছেন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য বরাদ্দ টাকার পরিমাণ
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য মোট 1100 কোটি টাকা বরাদ্দ ছিল 2021-22 অর্থ বর্ষে। 2022-23 অর্থ বর্ষে যা বাড়িয়ে করা হয় 1400 কোটি টাকা। যেহুতু রাজ্যে শিক্ষার হার বেড়েছে তাই আবেদনকারীর সংখ্যাও বাড়ছে তাই ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এই বছর যার পরিমাণ 1500 কোটি টাকা।
রাজ্যে বিভিন্ন স্কলারশিপ গুলির মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। যার জন্য আবেদন করতে পারেন পলিটেকনিক, উচ্চমাধ্যমিক, মাধ্যমিক, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্লাসের ছাত্র ছাত্রীরা।এছাড়াও গ্যাজুয়েশন এবং পোস্ট গ্রেজুয়েশন এর ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারে। বেশ কিছুদিন আগে আবেদন প্রক্রিয়ার সময়সীমা সমাপ্ত হয়েছিল। কিন্তু রাজ্য সরকার দ্বারা আবেদনের পর সময় আরো বাড়ানো হলো। ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানা গেছে।
স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলারশিপ পাওয়ার শর্ত গুলি
আগে এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে হলে ছাত্রছাত্রীদের 75 শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক ছিল তা এবার কমিয়ে 60 শতাংশে আনা হয়েছে। রাজ্যের তরফে জানানো হয় কেউ যাতে বাদ না পরে তারই জন্যে এই উদ্যোগ।
West Bengal Government scheme ( Swami Vivekananda Scholarship)