New Students scheme 2024: উচ্চমাধ্যমিক নয় মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই পাবে মোবাইল কেনার টাকা। কবে থেকে শুরু হচ্ছে?

Published On:

Students scheme 2024: পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য এবার বিরাট ঘোষণা দিল মমতা সরকার। ঘোষণা করলেন এক নতুন প্রকল্পের। এতদিন প্রর্যন্ত রাজ্যের উচ্চমাধ্যমিক পড়ুয়া পেয়ে আসত মোবাইল। এবার তাই কমে এল এক ক্লাস। মাধ্যমিকের পরেই দেওয়া হবে মোবাইল কেনার জন্য আর্থিক সহযোগিতা। এই ঘোষণায় সারা পরেছে ছাত্রছাত্রীদের মধ্যে। কিভাবে দেওয়া হবে টাকা, কোথায় আবেদন করতে হবে দেখে নিন বিস্তারিত। Students scheme (West Bengal Madhyamik Exam)

নবান্ন স্কলারশিপে কিসের ছাত্র-ছাত্রীদের ভিত্তিতে টাকা দেওয়া হয়? অনেকে টাকা পায় না কেন ? জানুন আসল কারণ, Nabanna Scholarship Money

গত ৮ই ফেব্রুয়ারি রাজ্য সরকার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করে। যেখানে একাধিক নতুন প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। তারই মধ্যে রয়েছে মোবাইল কেনার আর্থিক সহযোগিতার ব্যাপারটিও। বাজেট পেশ এর দিনেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণা করেন।আর উচ্চমাধ্যমিক নয় মাধ্যমিকের পরেই মিলবে মোবাইল। তবে ডাইরেক্ট মোবাইল না দিয়ে ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে মোবাইল কেনার টাকা। (10 thousand rupees for madhyamik pass students)

আরও পড়ুন: দুর্দান্ত স্কলারশিপ।ছাত্রছাত্রীরা পাবে বছরে 20000 টাকা! কিভাবে অনলাইনে আবেদন করবেন? দেখে নিন

ছাত্র ছাত্রীরা কীভাবে মোবাইল কেনার টাকা পাবে? Students scheme 2024

মোবাইল ফোন কেনার টাকা পেতে হলে ছাত্র ছাত্রীদের আর আলাদা করে আবেদন করতে হবে না। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেকোনো স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই মিলবে এই সুবিধা। মোবাইল কেনার অনুদান সরাসরি স্কুল পড়ুয়াদের দেওয়া ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।টাকা একাউন্টে আসার পর নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল কিনে তার বিল সংশ্লিষ্ট স্কুলে সাবমিট করতে হবে।(Students scheme)

Join Our Group

Join Telegram