কোনটি বেশি ব্যবহার করা হয় ফেসবুক নাকি ইউটিউব? দেখুন তো আপনার সাথে মিলে নাকি?

Published On:

জানেন কি?সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, স্ন্যাপচ্যাট ইত্যাদির মধ্যে সবচেয়ে বেশি কোনটি ব্যাবহার করা হয়? যদি না জেনে থাকেন শেষ পর্যন্ত পড়ুন আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।

আমরা একযুগেরও বেশি সময় ধরে সকলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে পরিচিত। চিঠিপত্রের যুগ পেরিয়ে বার্তা পাঠানো যায় এক নিমেষেই। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পিছনে যেমন ফোন কল বা টেলিফোনের ভূমিকা অপরিসীম তেমনি আমাদের দৈনন্দিন জীবনে যায়গা করে নিয়েছে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। আজকে তেমনই কিছু প্ল্যাটফর্ম নিয়ে আমাদের আজকের আয়োজন।

কোনটি বেশি ব্যবহার হয় ফেসবুক না ইউটিউব? Top 3 social media platforms by user

1* ফেসবুক // Facebook

যদি আমরা পরিসংখ্যানের ভিত্তিতে আলোচনা করি তাহলে সবচেয়ে এগিয়ে রয়েছে আমাদের অতি পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক (Facebook)। প্রায় 3 বিলিয়ন এরও বেশি ইউজার রয়েছে ফেসবুকের কাছে।

2* YouTube // ইউটিউব

এরপর দ্বিতীয় নম্বরে যেই এপ্লিকেশনটি রয়েছে সেটি হল ইউটিউব (YouTube)। প্রায় 2.5 বিলিয়ন ইউজার ইউটিউব ব্যবহার করে থাকেন। আর তার একটি অন্যতম কারণ হলো দৈনন্দিন জীবনে মনোরঞ্জন। যা দেখতে মন চায় তা লিখে সার্চ দিলেই চোখের নিমেষে তা আপনার সামনে চলে আসবে। এছাড়াও ইউটিউব এখন একটি ভালো ক্যারিয়ার তৈরীতেও সুযোগ করে দেয়। যদি কেউ সঠিক পদ্ধতিতে কাজ করে যায় তাহলে সেখান থেকে মোটা টাকা উপার্জন করা সম্ভব।

3* ইনস্টাগ্রাম // Instagram

তিন নম্বরে যেই এপ্লিকেশনটি রয়েছে সেটিও ফেসবুকেরই একটি অন্যতম এপ্লিকেশন। ইনস্টাগ্রাম বর্তমানে সময়ে যুবক যুবতীদের জন্য একটি অন্যতম এপ্লিকেশন। তাদের ইউজার সংখ্যা 2 বিলিয়ন। বার্তা পাঠানো থেকে শুরু করে ছবি পোস্ট, শর্ট ভিডিও প্রভৃতি হল ইনস্টাগ্রামের চাহিদার গুরুত্বপূর্ণ কারণ।

Disclaimer // আমাদের এই তথ্য সম্পূর্ণ রুপে সংগ্ৰহিত। আমরা শুধুমাত্র আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তা মার্জনীয়।

Join Our Group

Join Telegram