ইংরেজি শিখতে চান? ডাউনলোড করুন এই তিনটি অ্যাপ। Spoken English

Published On:

বর্তমানে সবচেয়ে বেশি যেই ভাষাটি আলোচনার শীর্ষে থাকে সেটি হল ইংরেজী ভাষা। এই সোশ্যাল মিডিয়ার যুগে ইংরেজি শিখতে কে না চায়। কারন ইংরেজি ভাষা মর্ডান যুগে সবচেয়ে বেশি প্রচলিত।

আমরা ভারতীয়দের ছোট থেকেই স্কুল কলেজ গুলিতে ইংরেজি ভাষায় লেখা পড়া করেও ইংরেজি ভাষায় ভাষায় পারদর্শী হয়ে উঠতে পারিনা। তবে সবার ক্ষেত্রে তা সমান না। আমরা যারা সেইরকম সমাজ বসবাস করি যেখানে ইংরেজি ভাষার প্রচলন নেই বললেই চলে বিশেষ করে তাদের ক্ষেত্রে এই সমস্যা।

অনেকেই ইংলিশ ভাষা শেখার জন্য বিভিন্ন ইংরেজি স্পোকেন কোর্স করে থাকি। তবে তা হয় অনেকটাই ব্যয়বহুল। কিন্তু আর চিন্তা নেই কারণ এখন আপনি বিনামূল্যে কিছু এপ্লিকেশন ডাউনলোড করে নিলেই ইংরেজি শিখে ফেলতে পারেন। আজকে সেইরকমই কিছু ইংরেজী শেখার এপ্লিকেশন নিয়ে আমাদের এই প্রতিবেদন। তবে দেখে নেওয়া যাক ইংরেজি শেখার সেরা তিনটি এপ্লিকেশন।

সেরা তিনটি স্পোকেন ইংলিশ অ্যাপ। Top 3 spoken English application 

1*  Duolingo // ডুয়োলিঙ্গো

দীর্ঘদিন ধরে জনসাধারণকে ইংরেজী ভাষার পাশাপাশি আরও বিভিন্ন ভাষায় পারদর্শী হতে সাহায্য করে আসছে এই এপ্লিকেশনটি। ডুয়োলিঙ্গো এর বর্তমানে ডাউনলোড সংখ্যা প্রায় 50 কোটিরও বেশি। তাই তারা 1 নম্বরে স্থান পেয়েছে।

আরও পড়ুনঃ ফেসবুক না ইউটিউব কোন অ্যাপ টি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

2* Rosetta Stone // রোসেটা স্টোন

আজকের এই প্রতিবেদনে 2 নম্বরে স্থান পেয়েছে রোসেটা স্টোন যার বর্তমান ইউজার সংখ্যা এক কোটিরও বেশি। ইংরেজি ভাষা সহ প্রায় 20 টি ভাষায় জ্ঞান অর্জন করা যায় এখান থেকে।

3* Babbel // বাবেল

সহজ পদ্ধতিতে সুন্দর ভাবে সাজালো গোছালো এই এপ্লিকেশনটি তিন নম্বরে রয়েছে আমাদের এই প্রতিবেদনে। বিভিন্ন ধরনের ভাষার কোর্স রয়েছে এখানে। ইংরেজি, ইতালিয়ান, জার্মান, ফ্রেঞ্চ ইত্যাদি ভাষায় পারদর্শী হতে পারেন এই এপ্লিকেশনটির মাধ্যমে। বর্তমানে বাবেল এপ্লিকেশনটির ডাউনলোডের সংখ্যা 5 কোটিরও বেশি।

আপনার যদি কোথাও না গিয়ে বাড়িতে বসেই ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই আপনাদের এই স্পোকেন ইংলিশ এপ্লিকেশন গুলির সাহায্য নিতে পারেন।

আরও পড়ুনঃ ফেসবুক না ইউটিউব কোন অ্যাপ টি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

Disclaimer// আমাদের এই প্রতিবেদনে মা তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ সংগ্ৰহ করা। কোনো ভুল ত্রুটি হলে তা মার্জনীয়। এবং আপনার আমাদের দেখিয়ে দিলে আমরা তা ঠিক করে নেবো।

Join Our Group

Join Telegram