UPSC Result: পশ্চিমবঙ্গের SNTCSSC কোচিং সেন্টারে পড়াশোনা করে UPSC তে সফল ৭ জন,   দেখে নিন কার কত ব়্যাঙ্ক হয়েছে?

Published On:

UPSC Result 2023: গতকালই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়। IAS, IPS, IFS, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’ পদে নিয়োগের জন্য ১,০১৬ জনের নাম সুপারিশ করা হয়েছে।

UPSC পরীক্ষার প্রস্তুতিতে সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কয়েক বছর আগেই  শুরু করেছিল সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার।  এই সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি  সেন্টারে পড়াশোনা করে ২০২৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করলেন ৭ জন  পরীক্ষার্থী।

২০২৩ সালের UPSC পরীক্ষায় কারা কারা পাস করেছে?

সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে পড়াশোনা করা ৭ জন পড়ুয়া ২০২৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষয়া পাশ করেছেন । পাশ করা পড়ুয়ারা হলেন – অঙ্কিত আগরওয়াল, ব্রততি দত্ত, গৌতম ঠাকুরি, অনুষ্কা সরকার, ঋমিতা সাহা, পারমিতা মালাকার এবং মহম্মদ বুরহান জমান।   

SNTCSSC কোচিং সেন্টারে বিনামূল্যে পড়াশোনা করানো হয়।
কেউ যদি এই কোচিং সেন্টারে সুযোগ পেতে চান তাহলে দেখে নিন সম্পূর্ণ – Click Here

২০২৩ সালের UPSC পরীক্ষায় কারা কারা পাস করেছে?

  1. অঙ্কিত আগরওয়ালের সর্বভারতীয় ব়্যাঙ্ক ২৯৭
  2. ব্রততি দত্তর সর্বভারতীয় ব়্যাঙ্ক ৩৬৪
  3. গৌতম ঠাকুরির সর্বভারতীয় ব়্যাঙ্ক ৩৯১
  4. অনুষ্কা সরকারের সর্বভারতীয় ব়্যাঙ্ক ৪২৬
  5. ঋমিতা সাহার সর্বভারতীয় ব়্যাঙ্ক ৫৬৬
  6. পারমিতা মালাকারের সর্বভারতীয় ব়্যাঙ্ক ৮১২
  7. মহম্মদ বুরহান জমানের সর্বভারতীয় ব়্যাঙ্ক হল ৮২২

যেকোনো চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য বই পিডিএফ ডাউনলোড করবেন এখানে ক্লিক করুন

Join Our Group

Join Telegram