WB Free Internet : স্কুল পড়ুয়াদের জন্য ফ্রি ইন্টারনেট! বিরাট ঘোষণা শিক্ষা দপ্তরের, দেখুন কিভাবে পাবেন এই সুবিধা?

Published On:

রাজ্যের শিক্ষা দপ্তর আগামী ২ মাসের মধ্যে মোট সাড়ে চোদ্দো হাজার ১৪,৫০০ স্কুলকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কাজ চালু করতে পারে বলে জানা যাচ্ছে। এই কাজ সম্পন্ন করার

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন এক বিরাট ঘোষণা। ফ্রিতে ইন্টারনেট পরিষেবা পাবে এবার সরাসরি স্কুল গুলি। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রাজ্যের কলেজ গুলির মতোই ইন্টারনেট পরিষেবা পাবে এবার স্কুল গুলোও। ছাত্র ছাত্রীরা যাতে অসুবিধার সম্মুখীন না হয় তারই প্রচেস্টা মাত্র। WB free internet for school students

কারা পাবেন বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা?

রাজ্যের কলেজ গুলোতে বহু বছর আগে থেকেই চলে আসছে ইন্টারনেট পরিষেবা। এবার সেই দিকেই এগোচ্ছে স্কুল গুলিও। স্কুলেও ছাত্রর ছাত্রীদের অনেক কাজ থাকে ইন্টারনেট পরিষেবা ছাড়া করা যায় না। যেমন বিভিন্ন স্কলারশিপ এর কাজ, ডকুমেন্টস এন্ট্রি, ফর্ম ফিলাপ ইত্যাদি। এছাড়াও থাকে স্কুলের অফিসে বিভিন্ন কাজ।

তবে এতদিন এই বিষয়টা নজর না কারলেও এবার থেকে কিন্তু রাজ্যের প্রতিটা সরকারি স্কুলেও ছাত্রছাত্রীরা পাবে ইন্টারনেট পরিষেবা তাও আবার একেবারে বিনামূল্যে।

কবে থেকে শুরু হবে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা?

রাজ্যের শিক্ষা দপ্তর আগামী ২ মাসের মধ্যে মোট সাড়ে চোদ্দো হাজার ১৪,৫০০ স্কুলকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কাজ চালু করতে পারে বলে জানা যাচ্ছে। এই কাজ সম্পন্ন করার জন্য WEBEL (ওয়েবেল) নামক একটি কোম্পানির সাহায্য নেবে। একবার ইন্টারনেট পরিষেবা চালু হলে তার validity ৩৯ মাস। মেয়াদ শেষ হয়ে গেলে থাকবে তার পুনরায় চালু করার ব্যবস্থা।

Join Our Group

Join Telegram