WB Government Job: সরকারি চাকরি হবে বেশি বেশি। বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Published On:

দপ্তর মিলিয়ে যেমন স্বরাষ্ট্র, পুর, খাদ্য, সাস্থ্য ইত্যাদি মোট ১২০০ টি নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে।

চাকরি প্রার্থীরা আন্দোলন করে যাচ্ছেন অনেক দিন ধরেই। নিস্পত্তি যেন কিছুতেই মিলেনা। তবে এবার এক বিরাট সংখ্যক চাকরি প্রার্থী এবার তাদের চাকরি জীবনে রোগ দিতে যাচ্ছেন নিয়োগের সমস্ত ঝামেলা কাটিয়ে। এবার চাকরির পরিমাণ কি করে বাড়ানো যাবে তার জন্য নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। WB Government job

এখন একটি সরকারি চাকরি জোটাতে পারলে তাকে আর পায় কে! তাইতো সরকারি চাকরির জন্য ছোটাছুটি করেনি এমন কোনো ছাত্র ছাত্রী খুঁজে পাওয়া দায়। অধিকাংশ ছাত্রছাত্রীই একবার না একবার সরকারি চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়েই থাকে। এবার নতুন নতুন পদ তৈরির দিকে এগোলো মমতা সরকার যাতে চাকরীপ্রার্থীদের চাকরি দেওয়া যায়।

নতুন পদক্ষেপের দিকে এগিয়ে রাজ্যের বিভিন্ন ১২০০ টি নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে। এমনই অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রীসভা। বিভিন্ন দপ্তর মিলিয়ে যেমন স্বরাষ্ট্র, পুর, খাদ্য, সাস্থ্য ইত্যাদি মোট ১২০০ টি নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন পদ তৈরি করার জন্য এই অনুমোদন প্রথম বার করা হয়নি। এর আগেও রাজ্য মন্ত্রী সভায় কয়েক হাজার নতুন পদ তৈরি করার কথা হয়েছিল। এছাড়াও পুলিশের নিয়োগ রাতে আরও বাড়ানো যায় তার জন্যও আলোচনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তাই আশা করা যায় রে পুলিশে আগামী দিনে বড়ো সংখ্যক নিয়োগ হতে পারে।

নতুন পদ তৈরির ফলে যেমন চাকরি বাড়তে চলেছে সেই সাথে সাথে আগে থেকেই কর্মরত কর্মীদের সহজেই পদোন্নতি হতে পারে। তাই শুধু চাকরি প্রার্থী নয় এই খুশির খবর কর্মরত কর্মীদের জন্যেও।

Join Our Group

Join Telegram