গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ 2024 : শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন ও আবেদন পদ্ধতি

Last Updated:

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ 2024 :  WB Gram Panchayat New Recruitment 2024 : ২০২৪ সালে অর্থাৎ এ বছরই লোকসভা ভোট হতে চলেছে।সামনের আগত লোকসভা ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে বা বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে ঘোষণা করা হয়েছে।হতে চলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি  দপ্তরের প্রচুর শূন্যপদে  বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে এ বছর।  রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী লোকসভা ভোটের আগেই গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ এর জন্য আবেদন করতে চান বা কিভাবে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কোন পদে নিয়োগ করা হবে এবং বয়স সীমা কত,  আবেদন কবে থেকে শুরু হবে ও আবেদন কত তারিখে শেষ হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাহলে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ 2024:  WB Gram Panchayat New Recruitment news 2024

চলুন এবার জেনে নেওয়া যাক গ্ৰাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ 2024 সংক্রান্ত বিস্তারিত তথ্য।

আরও দেখুন: বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024 | বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024

গ্রাম পঞ্চায়েতে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে বা পদের নাম

পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নির্দিষ্ট কয়েকটি গ্রাম পঞ্চায়েতে  নতুন করে বিভিন্ন পদে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

  • এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 
  • গ্রামীণ পঞ্চায়েত কর্মী
  • নির্মাণ সহায়ক
  • সহায়ক
  • পঞ্চায়েত সেক্রেটারি
  •  অ্যাকাউন্ট ক্লার্ক 
  •  ব্লক ইনফরমেশন অফিসার
  •  ডাটা এন্ট্রি অপারেটর
  •  পঞ্চায়েত সমিতি পিয়ন
  •  অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার
  •  গ্রুপ ডি
  • STENO গ্রাফার
  •  লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট
  •  ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের মোট শূন্যপদ সংখ্যা

পশ্চিমবঙ্গের সমস্ত জেলার গ্রাম পঞ্চায়েতে সবমিলিয়ে মোট 6652 টি  শূন্য পদে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে।

জেলার নামশূন্য পদের সংখ্যা
আলিপুরদুয়ার GP -96 . PS- 17. ZP- 8
বাঁকুড়াGP -541 . PS-36 . ZP-8 
বীরভূমGP -129 . PS-1 . ZP-30
 কোচবিহারGP -151 . PS- 14. ZP- 29
দক্ষিণ দিনাজপুরGP -151 . PS-22 . ZP- 9 
দার্জিলিংGP -331 . PS- 35.
হুগলীGP – 539. PS-32 . ZP- 30  
হাওড়াGP – 379. PS-33 . ZP- 25  
জলপাইগুড়িGP – 104. PS-11 . ZP- 31 
ঝারগ্রামGP -200 . PS-21 . ZP-1
কালিম্পংGP -151 . PS- 18 . 
মালদাGP – 103 . PS-8 . ZP- 25  
মুর্শিদাবাদGP – 133 . PS-5 . ZP-  35 
নদিয়াGP – 102. PS- 23. ZP- 16   
উত্তর ২৪ পরগনা  GP – 1486. PS- 45. ZP- 35
পশ্চিম বর্ধমান GP – 97. PS-19 . ZP- 1
পূর্ব বর্ধমানGP – 238 . PS- 11 . ZP- 50 
পূর্ব মেদিনীপুর GP – 485. PS- 61. ZP- 14
পুরুলিয়াGP – 311 . PS- 54. ZP- 33  
দক্ষিণ ২৪ পরগনাGP – 484. PS- 15 . ZP- 17   
উত্তর দিনাজপুরGP – 60. PS- 11 . ZP- 25

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের শিক্ষাগত যোগ্যতা

আপনি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ  বা  দশম শ্রেণী  পাস করে থাকেন তাহলে অবশ্যই গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। 

আরও দেখুন: বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024 | বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে ?
বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেমন—–

  • গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি: যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। তার সাথে প্রার্থীদের কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • গ্রাম পঞ্চায়েত সহায়ক: আবেদনকারী প্রার্থী কে অবশ্যই মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ এর বেশি নাম্বার পেতে হবে তাহলে আবেদন করতে পারবেন
  • এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট: যেকোনো শাখার গ্র্যাজুয়েটরা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে তাহলে আবেদনযোগ্য।
  • ব্লক ইনফর্মেটিক্স অফিসার: কম্পিউটার সাইন্সের অনার্স ডিগ্রী পাস করে থাকতে হবে কিংবা বিএসসি কোর্স পাশ করে থাকলেও আবেদন জানাতে পারবেন।
  • গ্রাম পঞ্চায়েত কর্মী: ন্যূনতম অষ্টম শ্রেণী পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন: ন্যূনতম অষ্টম শ্রেণী পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • অ্যাকাউন্টস ক্লার্ক: ন্যূনতম মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।। এছাড়াও কম্পিউটারের উপর কোর্স করা থাকতে হবে এম এস ওয়ার্ড এমএস এক্সেল ইত্যাদি সফটওয়্যার চালাতে জানতে হবে|
  • ক্লার্ক কাম টাইপিস্ট: মাধ্যমিক পাস প্রার্থীরা ইংরেজি অথবা বাংলা কম্পিউটারের টাইপিংয়ে ৩০ ও ২০টি শব্দ মিনিটে তোলার গতি থাকতে হবে।
  • নির্মাণ সহায়ক: কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে তাহলে আবেদনযোগ্য।
  • লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট: করতে ইচ্ছুক প্রার্থীদের ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে।
  • অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার: আবেদনকারী প্রার্থী কে অবশ্যই মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ এর বেশি নাম্বার পেতে হবে তাহলে আবেদন করতে পারবেন।
  • ডাটা এন্ট্রি অপারেটর: এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে কম্পিউটারে ৩০ টি ও ২০ টি শব্দ তোলার গতি থাকতে হবে ।
  • অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারের প্রথম শ্রেণীর ডিগ্রী কোর্স করে থাকতে হবে ২ বছরের। চাকরিপ্রার্থীরা এখানে সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনকারী প্রার্থীর বয়সসীমা: গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 40 বছর হতে হবে। 

আরও দেখুন:পশ্চিমবঙ্গে নতুন চাকরির খবর 2024 তালিকা | West Bengal New Job News 2024 list

গ্রাম পঞ্চায়েতের কর্মীদের মাসিক বেতন : গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে সেক্ষেত্রে সমস্ত পদের মাসিক বেতন একই নয় আপনার যোগ্যতা বা আপনার পথ অনুযায়ী আপনাকে মাসিক বেতন দেয়া হবে। তবে আপনি আন্দাজ করতে পারেন ন্যূনতম 25,000/- টাকা থেকে শুরু হবে বেতন।

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের আবেদন পদ্ধতি :

আবেদন পদ্ধতি: পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন ডিপার্টমেন্ট এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ সংক্রান্ত আবেদন পদ্ধতি ও আবেদন শুরু তারিখ নির্দিষ্ট কিছু বলা নেই। আমরা আশা করছি খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। আপনি যদি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে চান তাহলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের  যুক্ত হনএখানে ক্লিক করুন

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য কোন কোন জিনিস প্রয়োজন? 

আপনি যদি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলো বা জিনিসগুলো আপনার কাছে রাখতে হবে। দেখুন

  • আপনার সাধারণ ইনফরমেশন যেমন আপনার নাম বাবার নাম মায়ের নাম ঠিকানা ইত্যাদি তথ্য।
  • আপনার মোবাইল নম্বর। 
  • আপনার ইমেল  আইডি। 
  • আপনার শিক্ষাগত  যোগ্যতার সার্টিফিকেট।
  • আপনার ঠিকানা।
  • আপনার দু কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • আপনার আধার কার্ড।
  • আপনার ভোটার কার্ড।
  • আপনার ব্যাংক অ্যাকাউন্ট।
  • স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।

ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনার কাছে রাখতে হবে।

গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন?

আপনি যদি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি জন্য আপনি অনলাইনে বা অফলাইনে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার আপনাকে নিম্নলিখিত ডকুমেন্টগুলি আপনার সঙ্গে রাখতে হবে। এবং এইগুলি জেরক্স করে আপনাকে জমা দিতে হবে বা আপনি অনলাইনে আপলোড করতে পারবেন

দেখুন কোন কোন ডকুমেন্টগুলো গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য প্রয়োজন হবে।

  • মাধ্যমিকের রেজাল্ট।
  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 
  • ঠিকানা।
  • দু কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • আধার কার্ড।
  • ভোটার কার্ড।
  • ব্যাংক অ্যাকাউন্ট।
  • স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে?

উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের ডিটেলস  বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি তথা নোটিফিকেশন  এখনো প্রকাশ করা হয়নি গ্রাম পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন ডিপার্টমেন্টের তরফ থেকে।  আমরা আশা করছি অতি শীঘ্রই  অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ  করা হবে এবং সেই বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের আবেদনের শুরুর তারিখ ও শেষ তারিখ এবং কিভাবে অনলাইন অথবা অনলাইনে আবেদন করতে হবে।

আরও দেখুন:পশ্চিমবঙ্গে নতুন চাকরির খবর 2024 তালিকা | West Bengal New Job News 2024 list

দেখুন  পঞ্চায়েতে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?

পশ্চিমবঙ্গ সরকার 

পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ 

যৌথ প্রশাসনিক ভবন HC-7, সেক্টর- III, সল্টলেক সিটি কলকাতা-700106

নং 1/488949/2024-পিআরডি-30011/85/2023- PRI

তারিখ: 27 ফেব্রুয়ারী 2024

বিজ্ঞপ্তি

যেখানে গ্রাম পঞ্চায়েতগুলির প্রতিষ্ঠানে ত্রি-স্তর পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন পদে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণের বিষয়টি। পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহাকুমা পরিষদ কিছুকাল ধরে এই বিভাগের সক্রিয় বিবেচনাধীন রয়েছে; এবং

যেখানে জেলাগুলি থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে, রাজ্যের তিন স্তরের পঞ্চায়েত সংস্থাগুলিতে শূন্য থাকা 6,652টি এই জাতীয় পদ পূরণের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছিল যা অর্থ বিভাগ দ্বারা সম্মত হয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে; এবং

যেখানে জেলাভিত্তিক এই ধরনের শূন্য পদের সংখ্যা পরিশিষ্ট- A & B-তে পদের নাম উল্লেখ করে দেওয়া আছে;

এখন, রাজ্যপাল এই নির্দেশ দিতে পেরে খুশি যে প্রতিটি জেলার জেলা স্তরের নির্বাচন কমিটি (DLSC) পাশাপাশি GTA-এর আওতাধীন দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলগুলির জন্য জেলা স্তরের নির্বাচন কমিটি (DLSC) করবে। বিদ্যমান নিয়োগের নিয়মগুলি কঠোরভাবে মেনে সরাসরি নিয়োগের মাধ্যমে এবং নিয়োগের ক্ষেত্রে সময়ে সময়ে জারি করা এই বিভাগের বিভিন্ন আদেশে উল্লিখিত সমস্ত আনুষ্ঠানিকতা পর্যবেক্ষণ করার পরে পরিশিষ্ট-ক-এ উল্লিখিত শূন্যপদগুলি পূরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। পিআর সংস্থার অধীনে। প্রাসঙ্গিক রিজার্ভেশন রোস্টার, BCW বিভাগ দ্বারা জারি করা। সরকার পশ্চিমবঙ্গ অনুসরণ করা হয়.

এই বিষয়ে প্রাসঙ্গিক সরকারী আদেশের সংকলন, এই বিভাগের মেমোর মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। নং 596-PN/O/III/2E-05/2023 dt. 22.01.2024, কঠোরভাবে মেনে চলা হতে পারে।

রাজ্যপালের আদেশে,

এসডি/-

পশ্চিমবঙ্গ সরকারের সচিব

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ সংক্রান্ত প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর FAQ 

1. গ্রাম পঞ্চায়েতের মোট কতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে 2024 ?

 আগত গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট 6652 জন কে নিয়োগ করা হবে বিভিন্ন পদে ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে|

2. গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের মোট শূন্য পদ কত?

 গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের মোট শূন্য পদ 6652 টি

3. গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের  আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন?

 ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আপনি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

4.  গ্রাম পঞ্চায়েতে কর্মীদের মাসিক বেতন কত?

 গ্রাম পঞ্চায়েতের কর্মীদের ন্যূনতম মাসিক বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু।

5. গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য কোন কোন  নথি প্রয়োজন? 

আপনার মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের এডমিট কার্ড, ঠিকানা।

দু কপি পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, ভোটার কার্ড  ইত্যাদি নথিপত্র প্রয়োজন

6.  গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের আবেদন কবে থেকে শুরু হবে?

 পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে সম্পূর্ণভাবে কিছু বলা নেই কিভাবে এবং কত তারিখ থেকে আবেদন শুরু হবে|  আশা করছি খুব শীঘ্রই এই বিষয়ে ডিটেলস নোটিফিকেশন প্রকাশিত হবে  পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামের উন্নয়ন দপ্তরের তরফ থেকে ।


7. গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের আবেদনের শেষ তারিখ কত?

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের এখনো কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা হয়নি তবে আশা করছি লোকসভা ভোটের আগেই এর আবেদন শুরু হবে।

8. গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের আবেদন শুরুর তারিখ কত?

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ  এর এখনো কোনো আবেদন শুরুর তারিখ ঘোষণা হয়নি তবে আশাকরছি লোকসভা ভোটের আগেই এর আবেদন শুরু হবে।

9. গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে?

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নতুন রিক্রুটমেন্ট  বা  গ্রাম পঞ্চায়েতে চাকরি  এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা অসম্পূর্ণ। আমরা আশা করছি খুব শীঘ্রই অর্থাৎ লোকসভা ভোটের আগে এই বিষয়ের সম্পূর্ণ নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে

10. পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত কয়টি?
উত্তর: পশ্চিমবঙ্গে মোট 3339 টি গ্রাম পঞ্চায়েত রয়েছে

গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ সংক্রান্ত এবং পশ্চিমবঙ্গের বর্তমানে কোন কোন চাকরির ফরম ফিলাপ চলছে ইত্যাদি তথ্য জানতে চান প্রতিনিয়ত তাহলে অবশ্যই আমাদের হো

য়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান আপনি ওখানে প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেয়ে যাবেন|

আধার কার্ড বাতিল : আধার কার্ড বাতিল হলে কোন কোন সমস্যা হতে পারে? Aadhar card Effects

SSC পরীক্ষার্থী হলে আপনাকে অবশ্যই এই কাজটি করতে হবে, জেনে নিন সম্পূর্ণ তথ্য

আরও দেখুন:পশ্চিমবঙ্গে নতুন চাকরির খবর 2024 তালিকা | West Bengal New Job News 2024 list

WhatsApp GroupJoin Now
Official Link Visit
Official Notification Download

 

Join Our Group

Join Telegram