উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কেমন হবে: এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা । উচ্চ মাধ্যমিকে ভাল রেজাল্ট হবেই! মানসিক চাপ কাটানোর পরামর্শ দিলেন বিশেষজ্ঞ । সেমেস্টারের প্রশ্নের ধরন কেমন হবে তা নিয়ে এবারে বিজ্ঞপ্তি দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আগামী শিক্ষাবর্ষ 2025 থেকেই উচ্চমাধ্যমিকে সেমেস্টার সিস্টেম চালু করছে WBCHSE।
- প্রশ্নপত্রের ৫০ শতাংশ প্রশ্ন হবে সহজ বা সরল প্রশ্ন।
- ৩০ শতাংশ প্রশ্ন হবে সামান্য কঠিন এবং
- বাকি ২০ শতাংশ প্রশ্ন হবে উচ্চ মানের।
মূলত এই ২০ শতাংশ প্রশ্ন দিয়ে ছাত্রছাত্রীদের মেধা যাচাই করতে চাইছে শিক্ষা সংসদ? বিভিন্ন বিষয়ে মধ্য কতটা দক্ষতা রয়েছে, তা এই ২০ শতাংশ প্রশ্নের মধ্য দিয়ে যাচাই করা হবে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ।
আরও পড়ুনঃ গরমের ছুটি কবে থেকে পড়বে তা জানিয়ে দিল শিক্ষা পর্ষদ, জেনে নিন সম্পূর্ণ তথ্য ও অফিসিয়াল নোটিশ
একাদশ শ্রেণির প্রথম ও দ্বাদশের প্রথম সেমেস্টারের প্রশ্ন ভাগ করা হচ্ছে তিনটি স্তরে। সেখানে সাধারণ পড়ুয়ার পাশাপাশি মধ্য ও উচ্চ মেধাবী পড়ুয়ারাও যাতে নিজেদের মেধা যাচাই করার সুযোগ পায়। সংসদের তরফে সিলেবাস এবং কী ধরনের প্রশ্ন হবে তা প্রকাশ করা হয়েছে।