রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ চলছে, যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস

Published On:

জেলা পরিষদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন একটি খুশির খবর।@ north24parganas.gov.in পোর্টাল কর্মী নিয়োগ করা হবে বলে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? কিভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? ইত্যাদি সমস্ত তথ্য। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম:- HMO আর AMO।

মোট শূন্যপদ:- ৩৮ টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা:- এই পদে যদি আপনি আপনার করতে চান তাহলে আপনাকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে । তাছাড়াও BHMS ও BAMS ডিগ্রি সম্পন্ন করা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে।

বয়স সীমা:- এই পদে যদি আপনি আবেদন করতে চান আপনাকে ০১/০১/২০২৪ অনুযায়ী সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে এবং তার সাথে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও দেয়া হবে।

মাসিক বেতন:- এই পদে আবেদন করে আপনি যদি চাকরি পান তাহলে আপনাকে ১৬০০০ টাকা বেতন দেয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া:- এখানে আবেদন করতে গেলে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে ডাউনলোড করে A4পেপারে প্রিন্ট আউট করে হাতে-কলমে ফিলাপ করে নির্দিষ্ট দিনে ও সময় ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে অবশ্যই মনে রাখতে হবে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নিয়ে যেতে ভুললে হবে না। এবং আরো বিস্তারিত জানার জন্য অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবেন।

গুরুত্বপূর্ণ তারিখ:- আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে ২৭/০৮/২০২৪ এবং আপনারা নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন করবেন না হলে টাইম পেরিয়ে গেলে আবেদন করতে পারবেন না।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:-

অনলাইনে আবেদন করতে:- Click here

অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF:- Click here

Join Our Group

Join Telegram