WBBSE Exam : গরমের ছুটি বাতিল করে ৫ থেকে ১০ শ্রেণি ছাত্রছাত্রীদের পরীক্ষা! তাড়াতাড়ি জেনে নাও মধ্যশিক্ষা পর্ষদ কি বলছে

Published On:

গত 22শে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে।  কিন্তু ধূপগুড়ির জুড়াপানি হাইস্কুলে গরমের ছুটির সরকারি নির্দেশকে অমান্য করে স্কুলে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে। পরীক্ষার বিষয়ে ছাত্রছাত্রীরা বাড়িতে কিছু না বলার কথা বলা হয়। স্কুলের পোশাক না পরেই পরীক্ষা দিতে আসতে বলা হয়েছিল টিউশনির নাম করে । ৫ম-১০ম শ্রেণি ছাত্রদের এই পরীক্ষার খবর ছড়াতেই মাঝপথেই পরীক্ষা বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। বাড়িতে লিখে পূরণ স্কুলে জমা দিতে বলা হয়।

Next: তুমি একজন শিক্ষার্থী হলে অবশ্যই এই ৬টি অনুপ্রেরণামূলক গল্প পড়ো , জীবন পরিবর্তন করে দেবে

এপ্রিল মাসে প্রচন্ড গরমের জন্য শিক্ষার্থীরা স্কুলে কিভাবে পৌঁছাবে? এই নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ চিন্তাভাবনা করেন যে এপ্রিল মাস থেকে গরমের ছুটি দিয়ে দেয়া হবে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল বা বিদ্যালয় গুলিতে|  পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গত বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা হয়ে গেছে|  এবং বিভিন্ন বিদ্যালয়ে ভোট কেন্দ্র হওয়ার জন্য সে সমস্ত বিদ্যালয়গুলো আগে থেকেই ছুটি ঘোষণা হয়ে গেছে।

1. TATA Company Job 2024: বিরাট সুযোগ! পরীক্ষা ছাড়াই TATA কোম্পানিতে 4961 শূন্যপদে নিয়োগ চলছে। আজই আবেদন করুন

2. IAS Officer salary: আপনি কি জানেন একজন IAS অফিসার প্রতি মাসে কত টাকা বেতন পান? ভাবতেও পারবেন না এত টাকা

3. গ্রাম স্বরাজ যোজনার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ,মোট শুন্যপদ ৬৫৭০ টি। নারী ও পুরুষ সকলেই আবেদন জানাতে পারবেন

Join Our Group

Join Telegram