WBPSC Food SI পরীক্ষা কবে হতে পারে? Admit card কবে দেবে! জানুন বিস্তারিত

Last Updated:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে Food SI পরীক্ষার Recruitment এর জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল । তাতে মোট 480 টি শূন্যপদে নিয়োগ করার কথা বলা হয়েছিলো। কিন্তু Food SI পরীক্ষার জন্য মোট আবেদন জমা পড়েছে 13 লক্ষ 36 হাজার ।

Food SI পরীক্ষা কবে হবে এবং পরীক্ষার Admit Card কবে দেবে?

Wbpsc Food SI পরীক্ষার জন্য আবেদন জমা পড়লেও এখন সবার মনে একটাই প্রশ্ন ফুড এস আই পরীক্ষা কবে হতে পারে?
Wbpsc এর খাদ্য ও সরবরাহ দফতরে ফুড এস আই পদের জন্য যে নিয়োগ এর আয়োজন করেছে, তা সম্ভবত আগামী বছরের জানুয়ারি মাসে হতে পারে। কিন্তু WBPSC পরীক্ষা নেওয়ার এক মাস আগে Board এর তরফ থেকে রাজ্যের স্কুলগুলিতে নোটিশ পাঠানো হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নোটিশ পাঠানো হয়নি স্কুল গুলিতে। তাই জানুয়ারি মাসে পরীক্ষা হবে না এটা বোঝাই যাচ্ছে।

এবং ফেব্রুয়ারি মাসে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই ফেব্রুয়ারি মাসেও সম্ভবত এই পরীক্ষাটি নেওয়া সম্ভব হবে না। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পরীক্ষা না নেওয়া হলে, হয়ত মার্চ মাসে Food SI পরীক্ষা হবে/ হতে পারে।

বিঃ দ্রঃ:- কবে ফুড এস আই পরীক্ষা তা চিন্তা ভাবনা না করে ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন।

FAQ:-
প্রশ্ন:- Food SI পরীক্ষা কবে হবে?
উত্তর:- Food SI পরীক্ষা আগামী মার্চ মাসে হতে পারে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে হবে না যেহেতু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা আছে।

প্রশ্ন: Food SI পরীক্ষার Admit Card কবে দেবে?
উত্তর:- Food SI Admit card পরীক্ষার 10-15 দিন আগে দেবে।

প্রশ্ন:- Food SI পরীক্ষাতে কতগুলো শূন্যপদ আছে?
উত্তর:– ফুড এস আই পরীক্ষাতে মোট 480টি শূন্যপদ রয়েছে।

Join Our Group

Join Telegram