West Bengal Police: নিয়োগ চলছে সাব ইন্সপেক্টর (SI) পদে। তারাতারি আবেদন করেদিন।

Published On:

সম্প্রতি রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর (SI)পদে হতে চলেছে কর্মী নিয়োগ এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের মোট ২০২ টি থানায় ৫২৯টি শূন্য পদ তৈরি করে প্রার্থীদের নিয়োগ করা হবে। এমন বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে বলা হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা এইসব নিয়ে আলোচনা করব সমস্ত কিছু তথ্য জানতে বিস্তারিত পড়ুন

সূত্র অনুযায়ী জানা যাচ্ছে  রাজ্য পুলিশের যেই সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য শূন্যপদের সংখ্যা ছিল অনেকটাই বেশি, তবে বর্তমানে রাজ্য পুলিশে যে সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তার দ্বিগুণ নিয়োগের কথা ছিল। 

রাজ্যে বিভিন্ন থানায় মোট ১০৫৮ টি শূন্য পদ তৈরির প্রস্তাব জমা পড়েছিল নবান্ন সূত্র মারফত জানা গেছে।

তবে আলোচনার পর এ বিষয়ে মোট ৫২৯টি তৈরি করে SI পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এবং সেই অনুযায়ী বৃহস্পতিবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। West Bengal police

SI পদে নিয়োগ করা হবে

দেখে নিন কোন থানায় কতজন কর্মী নিয়োগ করা হবে?

সাধারণ থানা:- 

সবচেয়ে বেশি শূন্যপদ তৈরি করা হয়েছে সাধারণ থানা গুলির জন্য। ৫২৯ টি সাব ইন্সপেক্টর এর মধ্যে ৩৫৩ জন নিয়োগ হবে সাধারণ থানায়। মোট ১২৭টি সাধারণ থানায় হবে নিয়োগ

বড় থানা : মোট ৪০টি বড় থানায় ৫১ জন সাব-ইন্সপেক্টরকে নিয়োগ করা হবে।

সাইবার ক্রাইম থানা : রাজ্যের ৩৫টি সাইবার ক্রাইম থানার জন্য বরাদ্দ থাকছে ১২৫টি সাব ইন্সপেক্টর পদ। চাকরিপ্রার্থীরা এখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন।

Join Our Group

Join Telegram