West Bengal School Holiday: পশ্চিমবঙ্গের বিদ্যালয় গুলি ১ মাস ছুটি পাবে,দেখুন কোন কোন বিদ্যালয় গুলি এই ছুটি পাবে?

Published On:

যে স্কুলগুলোতে চলছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা সেই স্কুল গুলোতে গোটা ফেব্রুয়ারি অর্থাৎ ১মাস ছুটি পাবে অন্য শ্রেণীর ছাত্র ছাত্রীরা। ১মাস বন্ধ থাকবে স্কুল। বন্ধ থাকবে পঠন পাঠন।

এই মাসের প্রথম থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আবার মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শেষ না হতে হতেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাঝে এক সপ্তাহ পর্যন্ত সময় থাকছে না। আবার তারই মাঝে পড়ছে সরস্বতী দেবীর আরাধনা। HS Exam Holiday

দেখুন কেন বন্ধ থাকবে স্কুল?

Madhyamik মাধ্যমিক পরীক্ষা চলবে ২ রা ফেব্রুয়ারি থেকে ১২ তারিখ পর্যন্ত। আবার একদিন পরই শুরু সরস্বতী পূজা। তারপর শুধুমাত্র একদিনের বিশ্রাম ফের ১৬ তারিখ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। সুতরাং যে স্কুলগুলোতে চলছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা সেই স্কুল গুলোতে গোটা ফেব্রুয়ারি অর্থাৎ ১মাস ছুটি পাবে অন্য শ্রেণীর ছাত্র ছাত্রীরা। ১মাস বন্ধ থাকবে স্কুল। বন্ধ থাকবে পঠন পাঠন।
West Bengal School Holiday

আবার যেই সমস্ত স্কুল গুলি শুধুমাত্র মাধ্যমিক বা শুধু মাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট নিয়েছে সেই স্কুল গুলিতে অন্যান্য ক্লাসের ছুটি থাকবে প্রায় অর্ধেক মাসের মতো।

আরও দেখুন : নবান্ন স্কলারশিপ সম্পূর্ণ তথ্য দেখে নিন , কত % নাম্বার প্রয়োজন,অনলাইন আবেদন পদ্ধতি, ডকুমেন্টস – Nabanna Scholarship in bengali

কতদিন থাকবে স্কুল?

কিন্তু যেই সমস্ত স্কুল এ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক কোনো পরীক্ষারই সেন্টার পরেনি খোলা থাকবে সেই সমস্ত স্কুল এক্ষেত্রে অর্ধেক সময় ও হতে পারে। West Bengal Madhyamik Exam holidays

প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্কুল গুলোতে কোনো ছুটি থাকবে না। তাদের প্রতিদিনই ক্লাস হবে।

কারণ যেসব স্কুলে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট থাকে না সেই সমস্ত স্কুলের টিচারদের অন্য সেন্টারে গার্ডে যেতে হয়।তাই শিক্ষক কম থাকার কারণে অর্ধেক টাইম হতে পারে স্কুলে। West Bengal HS Exam School Holiday

Join Our Group

Join Telegram